ওই ফুলে রঙ ছড়াছড়ি,
বুকে অপূর্ব ঘ্রাণ
মধুকরে পাখা মেলে
গায় কার গুনগান?


সবুজ মাঠে সোনার ধানে
দুলে দুলে বারে বার
বলো দেখি কপাল পাতি
প্রণাম জানায় কার?


রাতের আকাশে মনি-মুক্তা
কে জ্বালায় মিটিমিটি?
প্রকৃতির এই জলসা ঘরে
কে পাঠায় উড়োচিঠি?


কে ওই কালো মেঘের মাঝে
রেখেছে চকচকে বৃষ্টি;
বলো, রামধনুতে সাতটি রঙ
কে করেছে সৃষ্টি?


বলো দেখি কার হুকুম
কে করেন এসব
তিনি হলেন রাহমানুর রহিম
তিনি মোদের রব।


পান্থপাড়া, শার্শা, যশোর।
২৫.০২.১৯৯৭ খ্রিঃ