আমি চোখ মেললে প্রশস্ত আকাশ দেখতে পাই
আকাশের চেয়েও বৃহৎ তুমি, অনুভব করি তা-ই।
তুমি কায়াহীন, তুমি ছায়াহীন, অদৃশ্য এক শব্দ
দ্যুলোক-ভুলোকে তুমি ছাড়া যেন সব কিছু স্তব্ধ।


তোমার নেই কোনো রং-রূপ, তবুও তুমি রঙিন
যে তোমাকে করেনি আহরণ, সে ধ্বংসে বিলীন।
চর্ম চোখে দেখি আমি, সামনে বিশাল অকূপার
তার চেয়েও তোমার বিশালত্ব, হীরার চেয়ে ধার।


তুমি সমীরের চেয়েও কোমল, ঝড়ের চেয়ে বেগবান
সব ফেলে যে তোমায় তুলেছে, সে হয়েছে মহান।
তুমি স্বয়ং মহান বিধাতারও এক অনুপম বিশেষণ
যার আকলে তুমি প্রত্যাখ্যাত, সে সবচেয়ে নির্ধন।


তোমায় পেয়েও কর্মে নয়, নামেই যেজন প্রসিদ্ধ
সে জানে কি কভু ? তার বুকে ঘৃণার তীর বিদ্ধ!


রচনা : ২২.১০.২০১৪ খ্রিঃ