ইচ্ছে করে সারাটা দিন দূরের মাঠে মাঠে
সবুজ-শ্যামল ঢেউয়ের বুকে বেড়াই হেঁটে।
ইচ্ছে করে আপন মনে ঘুরে সারাটি বেলা
দু'চোখ ভরে দেখি শুধু আলো-ছায়ার খেলা।


কেমন করে মধুর হাওয়া দামাল ছেলের মত
সবুজ মাঠে বীণা বাজায়, ক'রে অলংকৃত।
কেমন করে দূর নীলিমায় ডানা মেলে পাখি
ইচ্ছে করে সকাল-সাঁঝে দু'চোখ ভ'রে দেখি।


কেমন করে শিশির কণা ঝরে সবুজ ঘাসে
ইচ্ছে করে দু'চোখ ভরে দেখি সেথা বসে।
ইচ্ছে করে চাঁদিমা রাতে বসে বিলের ধারে
কেমন করে শাপলা ফোটে দেখি দু'চোখ ভরে।


কেমন করে রামধনু সাজে নানা রঙে
কেমন করে সবুজ মাঠে ললিতে গায় ফিঙে
কেমন করে মেঘের মাঝে হয় বিদ্যুৎ সঞ্চার
ইচ্ছে করে এমন দেখে নিভাই মনের অঙ্গার।


রচনা : ২৭.০৩.১৯৯৬ খ্রিঃ