রঙিন হতে যেয়ে
রঙ বিহীন হয়ে যাওয়া অসহনীয়
চতুর মন বুঝতে পারে
রঙেরাও করে উপহাস।


শ্রীঘ্রই মুছে ফেলে তুলির আঁচড়
পুরাতন চিত্রে বিষাদময় জীবনে যাচা
ক্ষণস্থায়ী স্বপ্নীলাভরণ।
জীবন-মৃত্যুর অহর্নিশ যুদ্ধের মাঝে
আয়ুস্কাল বিপর্যস্ত।


সুন্দর পিয়াসীদের নিকট তার ছোঁয়া দিবাস্বপ্ন
তাই তারা সুন্দরের পূজারী।
প্রাচুর্য তাদের নিকট অর্থহীন
সম্পদ পূজারীদের কাছে 'সুন্দর'
কাঙালের প্রাপ্ত মুক্তোর মালার ন্যায়।


সুন্দর পিয়াসী জীবনকে সাজাতে পারে না
এটা সম্পদ পূজারীদের কাজ
সুন্দর পিয়াসীদের নিকট
সম্পদ পায় ভাষাহীন জীবন।
সম্পদ পূজারীদের নিকট 'সুন্দর' স্থবির
দেখে না স্বপ্ন রঙিন।


রচনা : ২৬.০৬.২০০৯ খ্রিঃ