সে এক সাধারণ ছেলে
তাদের চেয়েও-মাঠের মজুর
রিক্সাচালক, কুলি কিংবা জেলে।
সে এক সাধারণ ছেলে।


অনুরাগের পরশ কভু
পায়নি সে জীবনে প্রভু!
আবর্জনার মত সবে দিয়েছে ফেলে।
সে এক সাধারণ ছেলে।


মাতাল হাওয়ার সাথে
জোসনা ধোয়া রাতে
সঙ্গী-সাথীহীন বেড়ায় হেসে-খেলে।
সে এক সাধারণ ছেলে।


চায় না বিশাল বাড়ি
চারটি চাকার গাড়ি
সুখী সে এতটুকু প্রশান্তি পেলে।
সে এক সাধারণ ছেলে।


বসত-ভিটা নাইকো ওর
নাইকো ঘর, নাইকো দোর
কবরের জায়গাটাও নেই মরে গেলে।
সে এক সাধারণ ছেলে।


পেট থেকে বেরুবে না 'ক' অক্ষর
ভাবতে গেলে মাথায় দেয় চক্কর
পারে না হাসতে হৃদয় খানা মেলে।
সে এক সাধারণ ছেলে।


কেউ চায়না কাছে আসতে
অবহেলায় থাকে সদা ভাসতে
কেন এমন, নয় তো সে কেলে?
সে এক সাধারণ ছেলে।


রচনা : ২১.০৬.২০০৬ খ্রিঃ