শীত যে এলো         এলোমোলো
        হিমেল হাওয়া বয়
সরষে বনে           আপন মনে
        মৌমাছিরা গায়।


শীতের দিনে          সর্বক্ষণে
      কুয়াশা ঢাকা বাট
চলতে গেলে          রাখাল ছেলে
      হারিয়ে ফেলে মাঠ।


সবুজ ঘাসে           শিশির হাসে
      সুরুজের নেই খোঁজ
দুপুর বেলা            ক'রে হেলা
       সূর্য ওঠে রোজ।


রচনা : ০৪.০১.১৯৯৬ খ্রিঃ


মাত্রা: ৮/৫
      ৮/৬
      ৮/৫