জনম এক দূর্বিসহ যন্ত্রণা
সুখের মাঝে মৃত্যুর মন্ত্রণা।
শূন্য চোখে মায়াবী স্বপ্নজাল
বুনে আসছি জন্মাবধিকাল।


স্বপ্নের মাঝে বৃথা শুধু কাঁদা
স্বপ্ন সেতো কষ্ট দিয়ে বাঁধা।
সুখের তরে হৃদয়ে অশ্রু ঝরে
তবুও সে সুখ অবহেলিত পরে।


কষ্ট গুলো মায়া-মমতায় ঘেরা
স্বপ্নের মাঝে মৃত্যুকে খুঁজে ফেরা।


রচনা : ০১.০৮.১৯৯৮ খিঃ