ও পলাশ
ও পলাশ
ও রাঙা পলাশ ফুল
আহ! তুমি যে অতুল।
শোভায় তোমার
কত যে বাহার
হৃদয় করে আকুল।
ও রাঙা পলাশ ফুল


আঁধার রাতে
তোমার সাথে
কয়না কেহ কথা
চাঁদনী রাতে
চাঁদের সাথে
হয় কথকতা।
তখন খানিক মিষ্টি হেসে
দোলো দোদুল দুল।


রঙের মায়ায়
ভুলায় আমায়
মেটে না সাধ দেখে
পাখিদের গানে
তোমারই ঘ্রাণে
বুকে কি দিয়েছে এঁকে
তুমি তো নও কারো তুল
ও রাঙা পলাশ ফুল।


পান্থপাড়া, শার্শা, যশোর।
০৬.০৬.১৯৯৮ খ্রিঃ