দীন-দুনিয়ার মালিক তুমি
হে পরোয়ার দিগার
তোমার কাছে করুণা মাগি
লক্ষ কোটি বার।


তোমার কৃপা অশেষ-অসীম
তুমি দয়াল, নও কো সসীম
তোমার সীমার বাঁধন টুটে
সাধ্য আছে কার!


তুমি রব, মা'বুদ মোদের
তুমি পালক সকল সৃষ্টের
সারা জগৎ আলোকিত
আলোকে তোমার।


তোমার রহম অবিরত
যায় বয়ে নদীর মত
তোমার তুলির রঙের ছটায়
দুনিয়া একাকার।


তুমি বাঁচাও, তুমি মারো
তুমি সবই করতে পারো
এই দুনিয়ায় তোমার খেলা
বুঝা বড় ভার।


পান্থপাড়া, শার্শা, যশোর।
৩০.০৫.১৯৯৬ খ্রিঃ