হায় রে অর্থ তুই কি নিষ্ঠুর!
বল তো দেখি আমায়?
তোর প্রেমে ছোট ও বড়
কেমন অন্ধ সবাই।


তোর কারণে মায়ার অভাব
পিতা পুত্রেও বৈরী ভাব!
তোর কারণে পরস্পরে
অবিশ্বাসী হয়ে যায়।


তোর দিকে যে সবাই আকুল
তুই সকল অনর্থের মূল
তোর দিকে তাই ব্যাস্ত সবাই
ওই চপল দুটি পায়।


কারো পান্তা ফুরায় আনতে নুন
তোর প্রেমে হয় মানুষ খুন,
পরের গলায় চাকু ঠেকিয়ে
হয়ে যাস্ ছিনতাই।


তুই বিনা কেউ কপর্দকহীন
তোকে ছাড়াও চলে না দিন,
সে সার্থক, তোর উজ্জ্বল মুখ
যে দেখে সততায়।


রচনা : ২৬.০৯.১৯৯৬খ্রিঃ