গোলাপ কলি            পাপড়ি মেলি
          চেয়ে আছো আর দিকে
কাটা ভেদিয়া           পত্র ছেদিয়া
          হাসিতেছো কার দেখে!


গাদা গাদা               লাল সাদা
          আরো কত কালো
ক'রে হাসাহাসি         নিরব পাশাপাশি
          ভুবন আলো আলো।


তোমায় দেখে           আমার চোখে
          পড়ে নাগো পলক
তোমার মাঝে           সকাল-সাঁঝে
          পাই প্রীতির ঝলক।


শিশির কণা              দেখায় সোনা
          তোমার গায়ে লেগে
মধুকরে                  সূদন করে
          জড়ায়ে আবেগে।


প্রজাপতি                 মহামতি
          সৃজিলেন তোমার
মহা মহিম                 রহম রহিম
          যাঁর কৃতি বেশুমার।


আমার বুকে               দাও মেখে
            মিষ্টি-মধুর গন্ধ
ছিড়তে গেলে             আঘাত পেলে
             হয় না তবু দ্বন্দ!


পান্থপাড়া, শার্শা, যশোর।
২৮.০৮.১৯৯৬ খ্রিঃ