শীতের সকালটা ঘন কুয়াশায় ঢাকা
এক ঝাঁক কাক পথ ভুলে ডাকছে কা কা।
সারা পৃথিবীটা মোড়া যেন শুভ্র চাদরে
করুণ সুরে ডাকছে তারা, প'ড়ে অনাদরে।


কুচকুচে কালো কাক হয়ে গেছে সাদা
তমশায় ঘোরে শুধু, যেন জালে বাঁধা।
ডানা দুটি তাদের হয়ে গেছে খুব ভার
উড়তে পারে না কোনোভাবে যেন আর।


ডেকে ডেকে স্রষ্টাকে বলে, হে মোদের প্রভূ
মোদের কষ্টের অবসান হবে না কি কভূ?
কাটিয়ে দাও তুমি কুয়াশার ঘোরটা
পেয়ে যাব আমরা সোনালী ভোরটা।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৯.০২.১৯৯৮ খ্রিঃ