সময় তুমি বড়ই নির্দয়, পাথর তোমার চোখ
অনেক কিছুর সাক্ষী তুমি, চেয়ে আছ অপলক।
সময় তুমি নির্বাক, তুমি ভাষাহীন এক শব্দ
আছ কায়াহীন, মাস, দিন, বৎসর, শতাব্দ।


সময় তুমি ছায়াহীন, তুমি মায়াহীন অদৃশ্য
আছ দ্যলোক-ভ্যূলোক নিরাকার সারা বিশ্ব।
বাতাস থামে, মেঘ থামে, থামে সকল জীব
বৃষ্টি থামে, থামোনা তুমি, তুমি চিরঞ্জীব।


দিবস থামে, রাত থামে, বিশ্রামে যায় ধরা
চাঁদ থামে, সুরুজ থামে, তুমি অতন্দ্র প্রহরা।
তুমি সকল সৃষ্টির আদিতে ছিলে ভাষাহীন
অনাদিতেও থাকবে, তোমার নেই লীন।


তোমার সামনে হাসা এবং কাঁদা
তোমার হাতে সবকিছু থাকে বাঁধা।
সময় তোমার দাঁড়াবার নেই সময়
সবাই থাকে, তুমি থাক না প্রতিক্ষায়।


তোমার অভাবে অনেক কিছু হয়না লেখা
অনেক কথা হয় না বলা, বাকী থাকে শেখা।
সবারে সবাই সময় দেয়, তুমি কারো  দাও না
সবার কাছে সবাই যায় তুমি কারো কাছে যাও না।


চোখে তোমায় যায় না দেখা, নেই রং-রূপ
সবাই কেমন ব্যস্ত, তুমি আছ নিশ্চুপ।
ব্যস্তরা সবাই তোমার কাছে ঋণী
বেকারেরা সব তোমার কাছে ধনী।


এ ভূবনে অর্থ আর সময়ের উল্টো নিয়ম
বেকার যারা তাদের অঢেল, ব্যস্তদের আছে কম।
সময় তুমি কারো সাথে করো না তো সন্ধি
ভাল কিছু চাইলে থাকো সময়ের হাতে বন্দি।


রচনা : ২৮.০৩.২০১৪ খ্রিঃ