হিম কুহেলীর ভোরে
বাতাস বইছে জোরে।
বাতাস লাগছে হাড়ে
মানুষ কাঁপছে জাড়ে।


পশুরাও সেই সাথে
কষ্টে দিনে রাতে।
কুয়াশা ঢুকছে ঘরে
মোরগ ডাকছে ওই দূরে।


দুঃখীদের এমন দিনে
শান্তি নেই কোন খানে!
কনকনে শীতের মাসে
কে দাঁড়ায় তাদের পাশে?


যাচ্ছে পাখি উড়ে
দিক দিগন্ত ফুড়ে।
কাল পাখি হল সাদা
যেন তারা জালে বাঁধা।


কুহেলীর আড়ালে থাকি
কিচির মিচির ডাকছে পাখি।
সরিষার হাসি ম্লান
কুয়াশার ক'রে স্নান।


নদীর পানি যেন
নতুন বউয়ের হেন-
মুখ রেখেছে ঢেকে
হচ্ছি অবাক দেখে।


জুড়ে গাছের সব ডাল
মাকড়সা বাঁধে জাল।
চোখে আসে না কিছু
সামনে কিংবা পিছু।


রচনা : ০১.১১.১৯৯৬ খ্রিঃ