নিশ্চয় তুমি আমার মাঝে দেখেছো কোনো ত্রুটি
তা না হলে আমায় দেখে করো কেনো ভ্রুকুটি!
ছিলে তুমি মোর পূজনীয়, পথিকৃৎ অনুসরণে
জানি না হঠাৎ আমিত্মের দাস হলে কি কারণে?


অনেক সময় পার হয়ে যায়, কাটে না তোমার ঘোর
যদি কাটে তখন কি আর চিনবে সন্ধ্যা-ভোর?
মোর বিহনে তোমার মনে হয় শূন্যতা অনুভব?
তোমার আঙিণায় আছে কি হৃদয়তার বৈভব?


যদি থাকে আমি কেনো তা থেকে বঞ্চিত?
কখন ডাকবে আমায় তাই নিজকে রেখেছি জাগ্রত।
তোমার উদাসীনতায় আঙিণা আজ মরু
অযত্ন-অবহেলায় শুকিয়ে গেছে সব তরু।


জানি আমি, তুমি আমায় কর তীব্র ঘৃণা
নাকি হৃদয়ের চেয়ে বেশী ভালবাসো কিনা!
আমি তোমার টবেই ফোটা, পথের ধারের তাতোনা
ভুলতে পারোনা তাই হয়ত, পাও এত যাতনা!


রচনা : ০৬.১২.২০১৪ খ্রিঃ