নামটি তোমার ফিঙে বটে
নওতো দেশের রাজা
ধরতে যদি পারি তোমায়
দেখিয়ে দেবো মজা!


ধরতে যদি পারি একবার
রাখবো খাঁচায় ভরে
সারাজীবন থাকবে সেথা
যাবে নাকো উড়ে।


খাদ‌্য-খাবার এনে দেবো
খাঁচার মধ‌্যে খাবে
সূর্যি মামা জাগার আগে
আমায় ডেকে দেবে।


বই পড়াবো গান শেখাবো
করবো নাকো হেলা
আরো তোমায় খেলনা দেবো
খেলবে সারাবেলা।


স্বজনহারা তোমায় দেখে
পুড়বে নাতো এ মন
তোমায় নিয়ে ঘুরবো আমি
ইচ্ছে যখন তখন।


পান্থপাড়া, শার্শা, যশোর।
রচনা : ০২.০৪.১৯৯৫ খ্রিঃ