নদীর পাড়ে হিমেল হাওয়া
শীতল করে বুক
সমুখে সবুজ মাঠ দেখে
মনে লাগে সুখ!


নদীর ধারে গাঁয়ের বধু
আঁচল গুজে কটিতে
ক্ষেপলা জালে মাছ তুলে সে
কাটে হর্ষে বটিতে।


নিপুন হাতে জাল ফেলে
গাঁয়ের শ্যামল বধু
চোকল হয়ে জলে পড়ে
হাতে যেন যাদু!


মরদ তার দূরের মাঠে
গেছে মজুর দিতে
সুখের তার নাই কিনারা
খুশি সদা চিতে!


সবজি ভরা আছে মাচা
দুধেল গাভী গোয়ালে
খোয়াড়ে আছে হাঁস-মুরগী
টোল পড়ে যায় চোয়ালে।


ঘরের চালে কবুতরে
করে বাকবাকুম
নদীর জলে চাঁদ মামা রোজ
দিয়ে যায় যে চুম।


শার্শা, যশোর।
১২.১২.২০১৪ খ্রিঃ