গোলাপ কলি তোমার মধুর
হাসি দেখতে চাই
তোমার মতো মিষ্টি হাসি
আর যে কারো নাই।


শিশিরে ভিজে দোল খাও
চুনি পাঁপড়ি মেলে
সবার মন রাঙাও তুমি
একটু হেসে-খেলে।


তোমার খোঁজে মেলে পাখা
রঙিন প্রজাপতি
প্রকৃতির উঠেছে জোয়ার
দেখো আঁখি পাতি।


পূব গগণে উঠলো রবি
ছড়ায় সোনার আলো
অনলের রানী এবার ওই
গন্ধ সূধা ঢালো।


ভোরের হাওয়া বহে দেখো
গেয়ে উঠলো পাখি
ঘুমিও না পুষ্পরানী
খোলো তব আঁখি।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১১.০১.১৯৯৬ খ্রিঃ