কেউ কি তোমায় ফেরি করে বেড়ায় ঘুরে ঘুরে?
মাথায় এসে জেকে বসো, খাও যে কুরে কুরে!
তুমি কখনো সওয়ার হও নানা বর্ণের মাথায়
কখনো ব্যস্ততার মাঝে হারাও স্মৃতির পাতায়।


সময় পেলে হাতড়িয়ে তোমার অবয়ব গড়ি
তখন যেন উদাস হয়ে মেঘের ভেলায় চড়ি।
পথ ভুলে গুমরে মরো বধিরের কাছে যেয়ে
কন্ঠে তার নাই ধ্বনি সদা নির্বাক থাকে চেয়ে!


তোমায় পেলে মনের মাঝে বেঁধে ফেলতে চাই
দুঃখ, সময়ের অভাবে যখন তোমায় হারাই!
কখনো তুমি উড়ে বেড়াও মাঠ-ঘাট, জনারণ্যে
হাতছাড়া হলে তোমায় খুঁজতে দিবা-নিশি হই হন্যে।


তোমায় কভু যায় না দেখা হৃদয়ে হয় অনুভব
চোখে দেখি কবির কলমে যখন হও গো প্রসব।


রচনা : ১৯.১২.২০১৪ খ্রিঃ