নদী চিরদিন ধাবমান, বিশাল সাগর পানে
এ চিরন্তন সত্য কথন, কে-ই বা না জানে?
সাগর সে-ও তো নদীর কাছেও, আসতে চায় ছুটে
কিসের কারণ? কিসের টানে, কি নিতে চায় লুটে?


ফুলের কানে মধুকরে, গুনগুনিয়ে গায় গান
পাতার আড়ালে দেখি, ফুলের নিরব অভিমান!
চাঁদের হাসি দেখে সাগর, মুগ্ধতায় সে হারায়
দূর আকাশের চাঁদকে সাগর, ছুঁয়ে দেখতে চায়


একলা আকাশ মৌনতায় কি, কাটিয়ে দেয় প্রহর?
কোথা থেকে আসে ধরায়, রং ও রূপের বহর?
দাতা আকাশ দিয়ে যায়, পৃথিবী করে গ্রহণ
দূর থেকে ফুলের শোভা দিয়ে, জানায় সম্ভাষণ।


মানুষ প্রভুর সন্নিকটে, যেতে চায় আরাধনায়
প্রভুও আসেন ভালবেসে, ভক্তের মনের কোনায়।


রচনা : ১১,০৭.২০০৯ খ্রিঃ