নাই অবসর           কর্মে বিভোর
        শোনে না অবুঝ এ মন
কষ্টে নূয়ে                 পড়ছি শুয়ে
      তবু ভাবায় অকারণ!


বুকের উপর              চাপা পাথর
         আটকে আসছে শ্বাস
কষ্টের জ্বালায়            মন চায় পালাই।
          জ্বলে যায় হাঁড়-মাস


কাজ থেকে না-ই        পালালাম ভাই
          পিছু ছাড়ে না ভাবনা
ডুবে মরি                  না কি করি
       যাই, ভোলা না হয় পাবনা!


না করলে কাজ           কপালে ভাঁজ!
         সংসার যাবে যে ভেসে
খুটোর গোড়ায়           শুধু দৌঁড়াই
          শূন্য হাত অবশেষে!


কায়িক শ্রমে              ক্রমে ক্রমে
           হয়ে যাচ্ছি ভার
কাজের চাপে             মনটা কাঁপে!
           মাথায় রয় না ধার।


ভাবনা গুলো             যেনো তুলো
           উড়ছে দামাল হাওয়াই
এ কথায় মূল             হয়েছে ভুল
           কবি হতে যাওয়ায়।


তারা কি আর            আসে বার বার!
           এই বহমান কালে
আমি অপারগ            হচ্ছি বিয়োগ
           জড়িয়ে ইন্দ্রজালে!


সাত থেকে দশ           জুটতে হয় রস
          তারপর গিয়ে কবিতা
পরাণ করে আয়ঢায়       এই বুঝি ডুবে যায়!
            অপরাহ্নেই সবিতা!


রচনা : ২০.১২.২০১৪ খ্রিঃ