তুই আমাকে একলা ফেলে কিভাবে চলে গেলি?
খাঁচাটাকে রেখে গিয়ে বলতো কি সুখ পেলি!
জানিস স্বার্থপর, দুটোর সমন্বয়ে বেঁচে থাকা!
বেড়াস উড়ে উড়ে, খাঁচাটা একেবারে ফাঁকা!


এই শীতে লেপে মোড়া, তবু নেই একটু শান্তি
তুই উদাসীন, উড়ে বেড়াস, ছোঁয় না তোকে ক্লান্তি।
চলে গেলি কুয়াশাচ্ছন্ন খড় বিছানো পথে
চাদর জড়িয়ে গায়ে শীতের রোদ পোহাতে প্রাতে।


খাঁচাটা ঘুরে ঘুরে ভিড়েছে অজানা বন্দরে
জানিস সব এলোমেলো জীবনে নেই কোন ছন্দ রে!
ভুবনকে সাজাতে জীবন যেন এক যন্ত্রমানব
অচেনা জগতে দ্যূতি ছড়াতে হচ্ছে দানব।


শান্তি নেই মোটেও, যতই থাকুন না আয়েশ-আরাম
চাই না এসব, পেতে চাই মন ভরে একটু বিশ্রাম!
সাত থেকে দশ প্রতিদিনের ছকে বাঁধা জীবন
তার মাঝে আছে কত দায়িত্ব, অসাধ্য সাধন!