নতুন বছর মানে নতুন সূর্যোদয়!
নতুন অঙ্গণে পা, নতুন বিদ্যালয়।
নতুন বছর মানে নতুন বইয়ের ঘ্রান
আহ! কি অনূভূতি জুড়িয়ে যায় প্রাণ!


নতুন বছর মানে নতুন নতুন পড়া
নতুন গল্প, কাব্য, মজার মজার ছড়া!
আহ! নতুন বছর মানে নতুন ক্লাসরুম
নতুন বইয়ের আকাঙ্খা, উৎসাহে নির্ঘুম!


নতুন বছর মানে নতুন সহপাঠী
সাজাবার প্রত্যয় জীবনকে পরিপাটি।
নতুন বছর মানে সেরা নাম্বার পাওয়া
সকলের কাছে আশির্বাদপ্রাপ্ত হওয়া।


নতুন বছর মানে নতুন খেলার মাঠ
নতুন খেলার সাথী, নতুন বইয়ের পাঠ।
নতুন বছর মানে নতুন স্বপ্ন দেখা
মাথা উচু করে গর্বে বাঁচতে শেখা।


নতুন বছর মানে নতুন ক্যালেন্ডার
হিড়িক, নতুন বইয়ে মলাট লাগাবার।
নতুন বছর মানে শ্রেণীতে নতুন রোল
নতুন ক্যালেন্ডার নিয়ে সর্বত্র শোরগোল।


নতুন বছর মানে বনভোজনের স্বাদ
নতুন বছর মানে আনন্দের সংবাদ!
নতুন বছর মানে অযাচিত শূন্যতা!
সবার জীবন শুভ হোক, ফিরে পাক পূর্ণতা।


নতুন বছর মানে নয় তো উছশৃঙ্খলতা
নতুন সংকল্পে পুষিয়ে নেওয়া ব্যর্থতা।
নতুন বছর মানে পিছনের সাথে তুলনা
জীবনকে সাজাতে ব্যর্থতাকে ভুলোনা।


শার্শা, যশোর।
৩১.১২.২০১৪ খ্রিঃ