যে হাত অপরাধ করে, তাকে বলে কালোহাত,
আর সে হল নিষ্ঠুর ঘাতক, যে ঘটায় প্রাণপাত!
চোখ যদি গুলি করে তাকে আমি কি বলব?
চোখের সীমানা এড়িয়ে কিভাবে পথ চলব?


তুমি আমায় করলে খুন ওগো সুলোচনা!
স্বাক্ষী নেই, তোমায় আটকাবে কোন্ জনা?
বন্দুক দিয়ে করলে গুলি আঙুলের ছাঁপ পাবে
চোখ যদি গুলি করে তাকে কিভাবে আটকাবে?


বন্দুকধারী করলে গুলি মিলবে অনেক প্রমাণ
সুনয়না তোমার ধরার নেই তো কোনো বিধান!
দো'নলা অক্ষি দিয়ে আমায় করলে ঘায়েল
কোন্ আদালত করবে বিচার? কে দেবে তার জেল?


এ অবাধ্যতার নেই তো কোনো ল এবং ধারা
আসামীকে ধরবে কোন্ আলামতের দ্বারা?
বেঁচে থাকলে আমি না হয় করতাম তাকে বন্দি
তার আগেই আমায় মারার করলো সে যে ফন্দি!


রচনা : ১৬.১২.২০১৪ খ্রিঃ