প্রাণপূর্ণা তুমি আমায় ভালবেসে করোনা গো ভুল
দুঃখ সাগরে ভাসি সদা, এ মনে সাচ্ছন্দ্য অপ্রতুল!
সুহাসিনী হৃদয় খুলে হাসতে নাই কো মানা
হেথা হাসির চেয়ে কান্না বেশি তোমার নাই জানা।


শান্তি প্রিয় আমায় দেখে ভাবছো হয়ত শান্ত
শান্তি একটু জুটলো না চেষ্টা করে প্রানন্ত।
আমোদিনী এরপরও কি বাসবে আমায় ভালো?
মোর আকাশের পূর্ণিমাকে গিলেছে ঘোর কালো!


আমার কাছে প্রাপ্ত তোমার উত্তম জীবনোপকরণ
তোমার দ‌্যুতি মলিন হবে ফেলনা হেথা চরণ।
আত্মহারা সঙ্গোপণে আমায় ভেবো না আপন
শীতল নয় এবুকে লাগে বৈরী হাওয়ার কাঁপন!


মর্ত্য পূজারী নই, নিতে পারিনা কিছু ছিনিয়ে
নিজের জন্য নয়, উদ্বিগ্ন তোমার জীবন নিয়ে।
অনুরাগী আমার জীবনে কভু জড়াতে চেও না তুমি
অবশেষে ভীষণ পাবে কষ্ট করনো গোয়ার্তুমি!