চঞ্চলা হরিনী জীবনটা কি ফুলের মত নির্মল ভাবো?
জেনো, এখানে গুমোট আঁধার দেখতে মানা খাবও।
ভুল করেও আমাকে যেন ভাল বেসো না ওগো বল্লভা
এখানে দিবারাত তমসাচ্ছন্ন চাঁদ-সুরুজ জলে ডোবা।


এখানে পার্থিব অপার্থিব সদা দ্বন্ধ জানো কি উর্মিলা!
এখানে রোদ্রে শুকায় রেণু, আশাহত হবে শর্মিলা!
নেই ফাগুনের কোমল আকাশ, পাবে বোশেখের দ্বী প্রহর
কোমলমতির কমলতা জ্বলে হয়ে যাবে ছারখার!


হৃদয়তা নাই, নির্দয়তার তীর্যকতা ভাঙে বুক
আমি ভাঙিনা কারো স্বপ্ন, বৃথা হয়োনা উৎস্যুক।
আমার পথ নয় শিশির ধোয়া আচ্ছাদিত সবুজ তৃণ
কুসুমাচ্ছাদিত শয্যা দিবাস্বপ্ন, বন্ধুর পথ কন্টকাকীর্ণ!


এখানে নেই আবেগ-উচ্ছাস আর ভালবাসাবাসি
চার দেয়ালেরা হাসে সদা বিকট বিদ্রুপের হাসি!
কারো জীবন ধ্বংস হোক এটা আমার কাম্য নয়
বুকের ভেতর আগ্নেয়গিরি পুঁড়ে সব করে ক্ষয়!


চাই আমি তোমার গায়ে না লাগুক তার উত্তাপ
খড়ের ঘরে কি করে লুকাবো কোটি টাকার কাপ?
হেথা বাঁচবে না তুমি, অচিরেই আঁটকে যাবে শ্বাস
চলো ভিন গ্রহে, যদি সেথা থাকে ভালবাসার চাষ!