নিভৃতে এসেছিলি কোনো ভোরে
আবার চলে যাবি ওরে!
যতই আঁকড়ে থাকিস শিকড়ে
এক ঝামটে ফেলবে উপড়ে।


নশ্বর এই পৃথিবীর বুকে
পদচিহ্নও যাবি না রেখে
ভালবাসার কাছেও একদিন
হয়ে যাবি বিলীন।


মায়া-মমতা সব ছাড়ি
আপন পথে দিবি পাড়ি
মৃত্যুর দ্যুত কোনো মানা
শুনবে না সেদিন।


এটা তো নয় তোর বর্তমান
ভুলে যাবি যত মানাভিমান
যেমন মায়ের গর্ভের কথা
মনে পড়ে তোর কোনোদিন!


রোদ-জল, ছায়া লেগেছে গায়ে
কত হাত ধরে হেঁটেছিস পায়ে;
প্রিয়জনের চোখেও হবি ঝাপসা
দেওয়ালেরটাও হবে যে মলিন!


সাড়ে তিন হাত মাটির ঘরে
রইবি একা কেমন করে?
ভেবেছিস কিভাবে অন্ধকারে
থাকবি গভীর সঙ্গী বিহীন!


রচনা : ২৫.০৯.১৯৯৬ খ্রিঃ