ব্যবসা একটা শুরু করলাম
অর্ধশত টাকায়
দূর্বাঘাসে আসন পেতে
বসে পড়লাম ফাঁকায়।


পাঁচ টাকাতে নিক্তি কিনে
মাপছি তাতে পণ্য
খদ্দের হেথা জুটছে অনেক
হচ্ছে সবাই ধন্য।


ক্ষুদ্র ব্যবসায় অল্প দিনে
হল অনেক যশ
আমার সেবা পেয়ে খদ্দের
হয়ে যায় যে বশ।


পঞ্চাশ টাকার মূলধনে
বেড়ে হয়েছে হাজার
মনে সততা থাকলে জেনো
খারাপ যায় না বাজার।


ব্যবসা করো সৎ নিয়তে
করো না ধানাই-পানাই
দেখবে তোমার শূন্য কুটির
ভরবে কানায় কানায়।


রচনা : ১৫.১০.২০১৪ খ্রিঃ