মালা একখান গাঁথতে গেলাম
শিশিরের দানা সাজিয়ে
হঠাৎ তুমি দাঁড়ালে এসে
দু'পায়ে মল বাজিয়ে।


আকাশের কাছে রঙ চাইলাম
চাতকীর মতো চেয়ে
বললে আমি এইতো হাজির
বুরুশ কেড়ে নিয়ে।


যেই না আমি আঁকতে যাই
তোমার ওই আঁকন
মগন ভেঙে-বলো, "এসো
গল্প করি দু'জন"।


পাখির কাছে চাইলাম আমি
দাওনা কিছু ছন্দ
কলমখানা কেড়ে নিয়ে
করালে লেখা বন্ধ!


দু'চোখ ভরে দেখতে গেলাম
মেঘ-পাহাড়ের মিল
সামনে এসে বাড়িয়ে দিলে
চোয়ালের ওই তিল!


আমার না ভালো লাগে না
এমন বাড়াবাড়ি
লিখতে গেলেই মগন ভাঙাও
কেন করো আড়ি!


যখনই আমি লিখতে যাই
মোটেও লেখা হয় না
চুপে চুপে বললে কানে
তুমিই কবিতার গয়না!


রচনা : ১৫.০৯.২০১৪ খ্রিঃ