নিকট  তোমার  গেল  দূরে,  দূরটা  এলো  কাছে
এখনও   তোমায়  ভুলিনি,  এ  মন  সদা   যাঁচে।
দুঃসহ  কষ্ট  আর  যন্ত্রণায়  তোমার আকাশ ঢাকা
নিজের মাঝেই পালিয়ে বেড়াও, হৃদয় তোমার খা খা!


তোমার  কাব্যে  তার  কিছুটা   করেছিলাম   আঁচ
হৃদয়  তোমার  ভেঙে  খান্  খান্  যেন  স্বচ্ছ কাঁচ!
জানতাম  আমি  আকাশচুম্বী  ভবনে  তুমি   থাকো
ভাবতাম তদ্রুপ সুখে আছো, মোটেও দুঃখী নাকো!


আমার  কিছু  লেখায়  তোমার  মন্তব্য  পাওয়া  যায়
"তোমার কাব্য উত্তম সাথী" বলেছিলে এক জায়গায়।
আমি   বিষয়টি   না   বুঝে   ভেবেছিলাম   রসিকতা
মনে   মনে   তাই   বিস্মিতও   হয়েছিলাম   কিছুটা।


জীবনের   চরম   মূহুর্ত  অনুভব   করে   গেলে
বুকের দীর্ঘশ্বাসগুলোকে কবিতায়  গেছো জ্বেলে।
রুগ্ন সমাজে তোমার কলম তলোয়ারের মত ধার
অসহায়ের কাছে অসহায় তাই নিষ্ঠুরতার শিকার!


একচোটে   থেমে   গেল,   হয়ে   গেলে    নিথর
পিতৃহারা সন্তানেরা (কবিতা) গুমরে কেঁদে পাথর!
তোমার  পাতা  পড়ে  র'বে  লগ  আউট চিরদিন
পাতায়  কে  মন্তব্য  দিল জানবে না কোনো দিন!


একজন পাঠকের মন্তব্যে উত্তর দিলে শেষ কবিতায়
বাকিগুলো পরদিন সকালে দেবে ভেবেছিলে এমনটাই।
কিন্তু  তোমার  জীবনে  এল  ভিন্নতর  এক   সকাল
সকলকে  কাঁদিয়ে- তোমায়  টেনে  নিল  মহাকাল!


তোমার  পাতায়  তরঙ্গিত   হবেনা  কথায়   ঢেউ!
পাসওয়ার্ড নিয়ে গেছো, আর খুলতে পারবে না কেউ।
পরিশেষে  বলি  বন্ধু- যেখানেই  তুমি  থাকো না
ভাল  থেকো  সুন্দর  থেকো,  করি  এই  কামনা।


(প্রয়াত কবি দেবাশিস সেন এঁর স্মরণে)


রচনা : ৩১.১২.২০১৪ খ্রিঃ