আমার নাকের ডগায় সদা
বসবাস করে মাছি
নাকে ঢোকে কানে ঢোকে
করে যে নাচানাচি।


শান্ত হয়ে বসা আমি
নই তো সব্যসাচী
খুবই বিরক্ত করে আমায়
গেলে একটু বাঁচি!


ওরা ভাবে আমি বোধহয়
এমনি মরে আছি
আমাকে ওরা ভয় দেখায়
থেকে কাছাকাছি।


এতো চেষ্টা করি তবু
ওঠে না একটু হাঁচি
হাঁচি দিলে উড়ে যেত
এমনই কিছু যাঁচি।


মাছি আসে গন্ধ শুকে
দাঁতে রক্ত চাঁচি
গন্ধ লুকাতে না পেরে
এবার যাবো রাঁচী।


রচনা : ২৭.০৯.২০১৪ খ্রিঃ