যদি নীতিররাজার কথা বলা হয়
অতীতের ব্যথাকে স্মরণ করে ছুড়ে ফেলে দেবে
যদিও আমি ও তুমি একই সূতার পূঁতি
আমার চেয়ে তোমার ব্যথা দগদগে
কারণ তোমার প্রবেশ সবাকার শেষে।
তোমাকে যদি শ্বাশত বাণী শোনাই!
"ন্যায় প্রতিষ্ঠা কর, সত্যের সাক্ষ্য দাও
তা পিতা-মাতার ক্ষেত্রে হলেও"
আমি ভাসমান টোকাপানা স্রোতের জলে
তুমি দ্বারে দ্বারে ঘুরছো একটি মাথার জন্য
আধিপত্য গড়তে-প্রকাশে বা গোপনে।
সত্য জেনেও সত্য প্রত্যাখ্যানকারী চির ঘৃণিত!
যদি শীতের হিমেল হাওয়া কাঁপিয়ে তোলে
কালবৈশাখী উড়িয়ে নেয়
বর্ষায় ভিজে যাই, মাথায় বজ্রাঘাত হয়
তবুও তোমার মত কচুর পাতা হতে পারব না।


রচনা : ২০.১১.১৯৯৭ খ্রিঃ