আজি শীতের শেষ বিকালে প্রলুদ্ধ তনু-মন
শীতের বিদায়, আসবে ফাগুন, খুলবে শীতের বসন!
সুখের বেদনে কাঁদবে আকাশ, অশ্রু ফেলে কিশলয়ে
সঞ্জীবনী পাবে-যারা জড়সড় ছিলো শীতের ভয়ে!


সেজে-গুজে শীত বাড়ি যাবে, আজকে সাঁঝের ক্ষণ
কুহেলিকা চায় না যেতে ম্রিয়মান যে তার মন!
গাছে গাছে গজাবে কিশলয়, পাখি পাইবে গীতি
বার্লাকোদয়ের নব প্রাতে পাবো নব প্রকৃতি।


নিশার তোয়-এ করবে থৈ থৈ, নব ছদাবৃত বল্লী
কোকিলের গানে হবে মুখর শহর-গ্রাম পল্লী।
কাননে কাননে ফুটবে ফুল, অলি ধরবে তান
খুশিতে আবার উঠবে ভরি মানবের মন-প্রাণ!


রচনা : ১৫.০৬.১৯৯৬ খ্রিঃ