যখন তুই সুবাস বিলাস, তখন হৃদয় ভরি
তুই মোদের গোলাপ, তোকে নিয়ে গর্ব করি।
যখন প্রয়োজন ফুরায়, তখন এড়িয়ে চলি
নিজকে ভেবে সজ্জিত, তোর করুণ গল্প বলি।


আমি যখন অবুঝ ছিলাম, গুজেছিলাম বেণীতে
তুই আজ নোংরা, বল্ তোকে আর চায় কে নিতে?
তোর সুবাসে আমরা সবাই হয়েছি তরতাজা
তোকে ফেলে আস্তাকুড়ে, নিজকে ভেবেছি রাজা।


তোর যখন সুবাস ছিলো, রাখতাম এই গলে
তোর বুকটা খালি হলে, দেখি ব্যাঙ্গের ছলে!
নোংরা নাকের ফাঁসাতে তুই সুবাস করিস দান
কে জন্তু, কে মানব আছে কি তোর সে জ্ঞান?


এ সময় আমার উচিৎ, দেওয়া মমতার পরশ
আমি তা না করে আগুন ঢেলে করছি অসরস!
তোর শরীর বিবর্ণ, এটা কার দোষ বল্ ?
তোর বুকে সুবাস, আমার বুকে রোষানল।


নিজের কথা না ভেবে তুই, হৃদয় করলি খালি
কোন্ বাগানের গোলাপ রে, কে সে গাছের মালী?
সুবাস দিয়ে বিনিময়ে তুই কি যাতনা নিলি!
এ কথাতেই সুখে থাক, একদা গোলাপ ছিলি।


রচনা : ১৪.০৯.২০১৪ খ্রিঃ