ফাগুন এলো মৌমাছিরা
নিয়ে এলো গান
গাছে গাছে ফুটলো ফুল
জুড়ালো সবার প্রাণ।


সূর্য বুঝি মুখ দেখালো
আজকে নতুন ভোরে
দখিন হাওয়া এসে সবার
প্রাণটা দিলো ভরে।


চাঁদের হাসির বান ডেকেছে
ছড়িয়ে পড়ে আলো
এবার বুঝি ঘুচলো সবার
মনের যতো কালো।


কোকিল প্রহর করেছে মুখর
বনে ফুটেছে ফুল
দখিনা হাওয়াও লুটোপুটি খেলে
হেসে না পায় কূল।


ভর রাতে ওই বোরো ক্ষেতে
কানন বাজায় কে
ডাক দিয়ে কয় দখিন হাওয়া
ফাগুন এসেছে!


পান্থপাড়া, শার্শা, যশোর।
০২.১১.১৯৯৫ খ্রিঃ