আজ তোমাকে বড় মনে পড়ে, তোমাকে
যখনই স্মরণে আসো,
ভেতরটা প্রকম্পিত করে তোমার অনুপস্থিতি
ঝড়ের মাঝে হাতের আড়ালে আগলে রেখেছিলে,
নিদ্রাহীন কতো রাত অতিবাহিত
যদি আলো নিভে যায়, সেই উৎকণ্ঠায়!
ঝড় লাগা বাতি, শরীরে সেই চিহ্ন বিস্তৃত
অনেক স্মৃতি তোমার আমার আজও অমলিন!
তোমার আঙিনার ফুলের মাঝে আমায় ভাবতে সেরা
সবার মাঝে দিতে অগ্রাধিকার,
সবার থেকে বাসতে বেশি ভালো।
আড়াল থেকে শুনতাম, ওই মুখে আমার গুণগান।
উচ্ছ্বসিত পল্লবেরা মেলে দিতো পাখা।
আমি বাড়ির বাইরে গেলে বলতে
"তুই বাড়িতে না থাকলে মনে হয় বাড়িতে কেউ নেই"
এসব কথা শুনে বুক সজল হত।
তুমি মুষূর্ষু, জ্যোতিহীন চোখে কিছু দেখতে পার না
কাউকে চিনতে পারো না,
আমি অতি সন্তর্পণে তোমার সামনে এসে দাঁড়ালেও
আমায় কিভাবে চিনতে পেতে, আজও ভাবি।
আমি তোমার হাতের মাঝে ছিলাম নিভু নিভু
আজ তুমি সবার মাঝে নিভু নিভু
তুমি পৃথিবী ছাড়লে,
আর পৃথিবী ও তুমি আমাকে ছেড়ে গেলে।


রচনা : ২০.০৩.২০১৪ খ্রিঃ