আকাশের উপর দাঁড়িয়ে
মেঘগুলো হাতে নাড়িয়ে,
দূরের সবুজ পান করি
এ কোন্ নেশা ভাঙ করি।


আজলা কেটে তুলি মুখে
তৃপ্ত চিত্ত গোপন সুখে!
গূঢ় রহস্যময় বসুধা
পান করে যাই এ কি সুধা!


সূর্য করে ঝিলিমিলি
দূরুত্বকে ধরে গিলি।
পথের ধূলোয় মুখ ধুই
সূর্যকে এই হাতে ছুঁই।


চন্দ্র-সূর্য একই সাথে
ধরা দিয়েছে এই হাতে।
গোপনে নিচ্ছি ভিন্ন স্বাদ
এক স্বপ্ন বুনে যাই নিখাদ।


রচনা : ১১.১০.২০১৪ খ্রিঃ