যদি শীতের হিমেল হাওয়া
কাঁপিয়ে তোলে ছদ
দূর্গম ঈশানীর তান্ডবে
মরু হয় যদি নদ।


কি বা এসে যায় বলো
ভিজালে ঘন বরষায়?
ক্ষতি নেই পতিত হলে
বজ্র আঘাত মাথায়!


যতই আসুক অভিশপ্ত
নোনাজলের বান
জানি, শিকড়েই রাখবে ধরে
অনাগতের প্রাণ।


রচনা : ২৭.০১.২০১৫ খ্রিঃ