কতো রকম ঢেউ এলো
আনন্দ-দুঃখ বিষাদে
ঝঞ্ঝাবিহীন সাগরে
ঢেউ আসে কি সাধে!


বালুচর ভেসে গেলো
গড়িয়ে পড়লো চোয়ালে
কতোজন এইজলে
চরণ দুটি ছোঁয়ালে!


এক সাগরে কতো ঢেউ
কতো রূপে ভাঙালে
মেঘের আবির পড়ে তাতে
কতো রঙে রাঙালে।


কতো প্রকার সুর বাজে
একমাত্র বাঁশিতে
একই বাঁশির নানা সুর
দুঃখ বেদনা হাসিতে।


কতো হাসি উপচিয়ে
ভাসায় নদীর কূল!
কতো হাসি অকারণে
বয়ে আনে ভুল!


রচনা : ২১.০১.২০১৫