জগতে যার কেউ নেই
              তার খোদা আছে,
কী ক্ষতি হয় যদি তুমি
              যাও তার কাছে?


জগতে যার সবই আছে
             নাই খোদা ভক্তি,
কী ক্ষতি হয় তার প্রতি
             না থাকলে আসক্তি!


খোদা কার কাছে থাকেন
                  কার অতি দূরে,
তোমার জানার কী দরকার
                  বোকার মত ঘুরে!


অন্যের দোষের হিসাব নেওয়ার
                 তুমি কেউ তো নও
তোমারও তো আছে দোষ
                 তা কী কাউকে কও?


অনুমানে ঘৃণা করার
                কে দিয়েছে অধিকার
কাছে গিয়ে ভালবেসে
                 ভরাও জগৎ সংসার।


রচনা : ০৪.০২.২০১৫ খ্রিঃ