মনের মাঝে সুখ পেতে চাও?
উপরে নয় নিচে তাকাও।
উপরে তাকালে দুঃখে যাবে ভেসে!
নিচে তাকালে সুখ আসবে অনায়াসে।


দাঁড়িয়ে তুমি উপর নিচের মাঝে
হতাশ হওয়া তোমার নাকো সাজে।
তোমার মনে এমন যদি হবে
নিচে যারা তারা কোথা যাবে?


সুখ-দুঃখের নাই ঠিকানা, নাই বপু
রং-রূপহীন, কেনো আকাঙ্খা তবু?
সুখ-দুঃখ অনুভবে, অসন্তোষে ফাঁকি
হাতে যেটুকু আছে তাতেই তৃপ্ত থাকি।


রচনা : ১৭.০২.২০১৫ খ্রিঃ