আকাশ সমান জ্ঞানী তুমি, তোমার জ্ঞানের রাজ্যে
গল্পে-কথায় গভীর ধ্যানী, অধম তুমি কার্যে!
লোক দেখানো মস্ত আবেদ, করোনা রোজা নামাজ
সারাদিন পরের সমালোচনা এছাড়া নেই কাজ!


অমুক-তমুক ওই করেছে, "আমি কেমন খাঁটি"
তোমার দোষ ধরতে গেলে অমনি মারো চাটি!
তোমার কাছে সবাই মন্দ, তুমি দুধে ধোয়া
পেটে ভেতর জমা হেমলক, মুখে কমলার কোয়া।


দুষ্কর্ম ঢাকতে গিয়ে, নিজের ঢোল বাজাও নিজে
ঢোল যখন ছিড়ে যাবে, ভেবেছো তখন করবে কি যে?
যাদের তুমি ভাল হওয়ার দিতে নিত্য নসিহত
তারা সফল, অহংবোধে নষ্ট তোমার ভবিষ্যৎ।


পাপী লোকে খোদার কাছে চেয়ে নেয় ক্ষমা,
গীবতকারী নও সতর্ক, তোমার পাপ হয় জমা।
পাপীরা পাপমুক্ত হয়, তুমি এখনও বিভোর
অজান্তে দোষমুক্ত হয়, হুশ হয় না তোমার!


মরা ভাইয়ের মাংশ খাওয়া তোমার স্বভাব দোষ,
ভাল পারো পরের মাথায় খেতে কাঁঠাল কোষ।
ভেবেছো কী? তোমার আলোয় কত অন্ধ হলো পার
তুমি অসহায় হয়ে রইলে, বাতির নিচে অন্ধকার।


রচনা : ১৭.১০.২০১৪ খ্রিঃ