নিরীহের প্রতি আক্রমণ
          কাপুরুষের স্বভাব!
আত্মসম্মানবোধ সম্পন্ন
         তাই দেয় না সে জবাব!


পান থেকে চুন খসলে, দেখি
         ওমনি ওঠো জ্বলে,
তখন দোষ নেই মানবতা
         পিষলে পদতলে!


মৌনতাকে ভীরু ভেবে
        করো না তুমি ভুল!
আকাশ সমান হৃদয় হলেই
       ফোটানো যায় ফুল।


সপক্ষ নয় এসো ওহে
       সত্য-সুন্দরের পক্ষে,
কোথা খুঁজো স্বর্গ-নরক?
      সেতো মানবের বক্ষে।


তুমি তো তপ্ত নিশ্বাসে
       পোড়াও সবুজ বনানী,
কেউ গোপনে সজিব রাখে
       ঝরিয়ে চোখের পানি!


রচনা : ২৩.০২.২০১৫ খ্রিঃ