এক যে আছে আজব লোক
           মাথায় ডাঁসা চুল,
ভুলকে সে সঠিক বলে
           সঠিককে কয় ভুল।


শীতকালে আইসক্রিম খায়
            লাগে বড্ড গরম,
গরমকালে চাদর জড়িয়ে
            খোঁজে তাতে ওম।


গ্রীষ্মকালে হাত-পা ঠন্ ঠন্
          কাঁপিয়ে তোলে হিমে
ঠোঁট-চোয়াল ফেঁটে চৌচির
         আরাম খোঁজে ক্রিমে।


কান্ড দেখে অবাক হয়ে
           পাগল বলে লোকে,
আনন্দে সে কেঁদে বেড়ায়
           হাসে গভীর শোকে।


রচনা : ১১.০৩.২০১৫ খ্রিঃ