.        (ক)
যদি সবুজ পত্রবিহীন
বৃক্ষের দিকে তাকাই
তবে এক মুহুর্ত কষ্ট
ভুলে থাকা যায়।


কিন্তু যদি হাসতে হাসতে
তোমা পানে তাকাই
তবে নিমিশেই সে হাসি
ম্লান হয়ে যায়।


(১৭.১১.২০০৬)


          (খ)
ভিখিরী রোজ ভিখ মাঙে
ঘুরে দরজায় দরজায়
একদোরে কিছু না পেলে
অন্য দরজায় যায়।


আমি ধর্ণা দিয়ে ঠাঁই
দাঁড়িয়ে এক দরজায়
কারণ ভিখিরীর চেয়ে যে
আমি বড্ড নিরুপায়!


(১২.০৩.২০১৫