মন যখনই যা দেখে তাই-ই হতে চায়
নিজেই নিজের অজান্তে কোথা হারিয়ে যায়।
শুধু কষ্টগুলো থেকে চায় রেহাই পেতে
এড়াতে গিয়ে আরও থাকে জড়িয়ে যেতে!


পাখিদের দেখে ওদের মতো হতে চায় স্বাধীন
ওরাও ঝড়-জলে কষ্ট পায় তা ভাবে না কোনদিন!
স্বার্থপরের মতো শুধু স্বাধীনতাটুকু নিতে চায়
ঝড়েও তাদের ডানা ভাঙে, তা কভু ভাবে নাই।


ফুলকে দেখে বলে ''আহ! হতাম যদি এমন!
আমার হাসিতে আলোকিত হতো ফুলের বন।"
ফুলের বুকেও আছে তীব্র জ্বালা!
সব ফুলে তো গাথা হয় না মালা।


কবিতা পড়লে হতে ইচ্ছে করে কবি
মনে মনে বনে যায় নজরুল রবি।
কৃষক দেখলে আবেগে হয়ে যায় মাটির মানুষ
সাহেব দেখলে হতে চায় পরিপাটি, হারিয়ে হুশ!


অনেক কিছু হতে যেয়ে পারে না কিছু হতে
যেমন ছিল তেমন আছে, বৃথা ভাসে সময়ের স্রোতে।
সোনার জিনিস দেখে মনটা হতে চায় খাঁটি সোনা
আগুনে পোড়ার ভয়ে আজও, পড়ে রইল ঘরের কোনা।


রচনা : ১১.০৩.২০১৫ খ্রিঃ