বসন্ত সমাগমে হৃদয় আকুল
           অসংখ্য প্রীতির ঝলকে
চারদিক আমোদিত চিত্তচমৎকারী
           মধুকরের শোলকে।


কুহেলি টুটে এসেছে তরুণ
          শুকিয়েছে সরোবর
উন্মুক্ত আকাশে পাখির মত
          ডানা মেলেছে অন্তর।


সুধাকর পাতিয়েছে মিতালী
          রক্তাভ শিমুলের ডালে
সে শোভা দেখি চেয়ে
         জেগে নিশিকালে।


ঊষা গগণে, কোকিল কূজনে
         করছে মুখরিত
আমের বনে ভ্রমর গুঞ্জনে
        করছে পুলকিত।


নবীন পাতায় সেজেছে আজি
        নাম না জানা শাখী
উদাস হয়ে গাইছে সেথা
        সুরেলা গানের পাখি।


নওল-শ্যামল মোহন মায়ায়
        জগৎ হাসে ফুলে বাসে
নিত্য স্বপনেরা ঢেউ ভাঙে
        নিভৃতে কোমল বাতাসে।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৫.০৪.১৯৯৫ খ্রিঃ