ওদিকে তাকানো নিষিদ্ধ!
হোক না বুকে তীব্র জ্বালা!
কিংবা হোক সেথা গুলিবিদ্ধ!
আমাদের না দেখার পালা!


দু'হাতে ছোঁয়া সেতো স্বপন
আমরা যে অতিশয় নগণ্য!
হৃদয়ের জমিনে বৃথা বীজ বপন
ভাবনাটুকু নিয়েই হই ধন্য।


কপালটা দুঃখী, মনটা সৌখিন
এই দোষ বলো দেবো কারে?
বুকের মাঝে বাজে করুণ বীণ!
বেঁচে থাকা নিয়ে মরীচিকারে।


রচনা : ০৬.০৩.২০০৭ খ্রিঃ