আবার আমি আসবো বন্ধু, আসবো সবুজ গাঁয়
বিহগ হয়ে ধরা দেবো ঋতুরাজের ঝরোকায়।
আবার আমি আসবো বন্ধু, আসবো নবীন বেশে
নদীর জলে বুনোহাঁস হয়ে শৈবালে চরণ ঘেঁষে।


তীর্থ সলিলে বক্ষ ঘেঁষে, আসবো সাঁতার কাটি
সেদিন কেউ না চিনলেও চিনবে গাঁয়ের মাটি।
হয়তো কভু মজিয়া খেলায় পানকৌড়ির সঙ্গে
হাজার নদী পাড়ি দিয়ে আসবো এই সবুজ বঙ্গে।


বাদল দিনে রামধনু সেজে আসবো গগণ জুড়ে
কিংবা হয়তো শশ্প হয়ে উঠবো ক্ষিতি ফুড়ে।
আমার গায়ে উত্তরীয় বিছিয়ে বসবে আনমনে
তুমিই মোর নিকটোপগত একথা কী পড়বে মনে?


আবার আমি আসবো বন্ধু, আবার আসবো ফিরে
গভীর নিশিতে জিমুত হয়ে ঝরে যাবো সরোবরে।
সত্যিই আমি আসবো বন্ধু, আসবো সবুজ গাঁয়ে
নকশী কাঁথার মাঠ পেরিয়ে আঁকা-বাঁকা পন্থ বেয়ে।


হয়তো প্রজাপতি হয়ে, বসে র'বো চুপটি ক'রে
পথের ধারে ফুলের বনে, নিত্য চলো যে পথ ধরে।
আবার আমি আসবো বন্ধু, আসবো আবার বেশ
সবুজ গাঁয়ে ফিরবো আমি, সন্দেহ নেই লেশ!


তোমার নেত্র রাঙিয়ে দিতে আসবো না হয় নিঁদমহলে
দেখবে কভু কমল হয়ে থাকবো ফুটে দীঘির জলে।
আমারে লভিতে ক্লিষ্ট হবে লাজুক পল্লীবালা
কেহবা হয়তো ছিনিয়ে নিয়ে করবে গলার মালা।


রচনা : ১৪.০৪.১৯৯৬ খ্রিঃ
----------------------------------------------------------
কবিতাটি বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত নবীন লেখক-লেখিকাদের 'লেখা পর্যালােচনা মূলক অনুষ্ঠান 'অংকুর' এ ২২.১১.১৯৯৬ তারিখে প্রচারিত।