ধান ক্ষেতে করি মৎস্য চাষ
মৎস্য নিধনে ছাড়লে হাঁস!
বাকীদের মারলে কীটনাশকে
হতবিহ্বল হলাম তার শোকে!


পঁচা মাছে জমি উর্বর
ধানগাছে দিল খুব জোর।
ওই ধানের ভাত পড়লে পেটে
সত্য কথা বলবে ঠোঁটে।


হতে পারো বিশ্বাসঘাতক!
গভীর রাতের মৎস্যঘাতক!
আমার ধান, আমার জমি
ঠিক চিনিয়ে দেবে আসামী!


রচনা : ২০.০৩.২০১৫ খ্রিঃ